ত্রিশালে কবি নজরুল বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ শে মহান মার্চ বিজয় দিবস উপলক্ষে শনিবার দিনব্যাপী বিদ্যালয়ের খেলার মাঠে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ও ত্রিশাল প্রেসক্লাবের সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রাইমারি প্রধান শিক্ষক ও বর্তমান শিক্ষক সমিতির সভাপতি কামরুল ইসলাম বাচু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড কাউন্সিল উসমান গনি কুসুম,ধানিখোলা দক্ষিণ ভাটিপাড়া উচ্চবিদ্যালয়ে প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মতিন, সাংবাদিক রাকিবুল হাসান ফরহদ,ওয়াইম্যাক্স ক্লাবের সভাপতি আব্দুর রহমান বিপ্লব, প্রমুখ।
অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.হাবিবুর রহমান, সহযোগীতায় আবিদ হাসান,আসিফ আহমেদ।
এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত বক্তৃতা, দলীয় সংগীত,বিতর্ক প্রতিযোগীতা, আবৃত্তি, নৃত্য ও চমকপ্রদ ইভেন্ট যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।