একদিন চেয়েছিলে মোরে,
অতীব অনুরক্তি অন্তরে।
অনুভবে স্বপ্নে ছিলেম তবু,
এত ভালোবাস বুঝিনি কভূ।
ভালোবাসা রেখেছিলে গোপন,
লুক্কায়িত রেখে করনি আপন।
ভালোবাস বুঝেছি যখন,
তুমি হারিয়েছ বহুদূরে তখন।
কদমের তলে,
অশ্রুপূর্ণ নয়ন জলে।
বর্ষার গোধুলি আঁধারে,
এখনো খুঁজ কি মোরে।
এখনো কি ভালোবাসা জাগে,
তোমার প্রাণে গভীর আবেগে।
নাকি পারনা ডাকতে সময়ের তফাতে,
অদম্য ইচ্ছেকে হচ্ছে বিসর্জন দিতে।
তবুও স্বপ্নের জগৎ চিরদিন রয়,
সময় স্বপ্ন পূরণে বাঁধা হয়।
যদি গো কভূ মনে পড়ে আমায়,
তোমারই পাশে আছি দেখো তুমি স্মৃতির পাতায়।
লেখক :- কবি সাদিয়া সুলতানা নীলু