আইসোলেশনে আছি মাগো,
তোমায় মনে পড়ছে।
ছোট্ট বেলার স্মৃতিগুলো মাগো,
আমায় ঘিরে ধরেছে।
অস্থিরতা অনিশ্চয়তার ঘোরে,
আতঙ্কিত দিন কাটছে অশ্রু জলে।
প্রভু যদি করুণা করে,
ফিরবো আবার তোমার কোলে।
স্বপ্ন এখন নব জীবনের,
শুধু বেঁচে থাকার।
নিশ্বাসের স্বাচ্ছন্দ্য নেই আর,
শুধু নিঃসঙ্গতা আর হাহাকার।
করছি কবরে টিকার পুরা অনুশীলন,
এরই নাম আইসোলেশন।
লেখক :- কবি সাদিয়া সুলতানা নীলু