“কবিতার ধ্বনিতে ভেসে যাক দহণকাল” শিরনামে আগামী ১৭ জুলাই শুক্রবার রাত ৯ টায় জনপ্রিয় অনলাইন গ্রুপ “বাংলা কবিতা আবৃত্তি” গ্রুপে লাইভে উপস্থিত থাকবেন দুই বাংলার বিখ্যাত কবি ও লেখক আরন্যক বসু,আমাদের প্রিয় দেশবরেণ্য আবৃত্তিকার রাশেদ হাসান, প্রথিতযশা আবৃত্তিকার সুপ্রভা সেবতী।
সবাই থাকবেন। কবিতা আর আবৃত্তির সাথে থাকবেন। কবিতা ভালোবেসে থাকবেন।