এইচএসসি পরীক্ষার প্রথমদিনে ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডে অনুপস্থিত ৮১৩ শিক্ষার্থী। তবে এদিন কোনো শিক্ষার্থী বহিষ্কার হয়নি।
রোববার (৬ নভেম্বর) বেলা ১১টা থেকে বাংলা পরীক্ষার মধ্যদিয়ে শুরু হওয়া পরীক্ষা শেষ হয় দুপুর ১টায়। চার জেলার ৮৯টি কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি আইনশৃঙ্খলাবাহিনী দায়িত্বপালন করেন।
ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড.গাজী হাসান কামাল বলেন, ময়মনসিংহে অনুপস্থিতি ৩৯৯ জন, নেত্রকোনায় ১৮৭, জামালপুরে ১৫৩ এবং শেরপুরে ৭৪ জন পরীক্ষায় অংশ নেন করেনি।