উপজেলা প্রশাসন, নাজিরপুর, পিরোজপুর কর্তৃক আয়োজিত নাজিরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে আশ্রয়ন প্রকল্পের ৩২৯০৪ টি ভূমিহীন, গৃহহীন পরিবারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার ২ শতক জমিসহ একটি বাড়ি হস্তান্তর এর অংশ বিশেষ নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নে আমতলা আশ্রয়ন প্রকল্পে জমিসহ ৪০ টি ঘর ভূমিহীন ও গৃহহীনদের হস্তান্তর করেন গনপ্রজাতন্রী বাংলাদেশ সরকারের মাননীয় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম এমপি (পিরোজপুর ১), এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম, পুলিশ সুপার সাইদুর রহমান, উপজেলা চেয়ারম্যান অমুল্য রঞ্জন হালদার, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদ্দুলা আল সাদীদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন, হুমায়ন কবির অফিসার ইনচার্জ নাজিরপুর থানা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান (রঞ্জু), উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহারিয়ার ফেরদৌস (রুনা), মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আব্দুল লতিফ ,শেখমাটিয়া ইউনিয়ন চেয়ারম্যান আতিয়ার রহমান চৌধুরী (নান্নু),
সাবেক জেলা পরিষদ সদস্য সুলতান মাহমুদ খান, তুহিন হালদার তিমির, উপজেলা ছাত্রলীগের আহবায়ক তারিকুল ইসলাস (তাপস),মাঠিভাংঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান বেলায়েত হোসেন (বিলু),শাখারিকাঠী ইউনিয়ন চেয়ারম্যান খালিদ হোসেন (সজল) প্রমুখ।
প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী মুজিব শতবর্ষে বাংলাদেশের একটি লোকও ভূমিহীন ও গৃহহীন থাকবে না বাস্তবায়নের অংশ বিশেষ ঘরপ্রাপ্তদের তালিকায় রয়েছেন পরিচ্ছন্নতাকর্মী,বেঁধে,হরিজন সম্প্রদায়, হিজড়া,স্বামীপরিতক্তা, প্রতিবন্ধী, ভূমিহীন ও গৃহহীনরা।
এই সব ঘরে সকল ধরনের নাগরিক সুবিধা রয়েছে, বিনা খরচে বিদ্যুৎ, বিশুদ্ধ পানি সরবরাহ, নান্দনিক সৌন্দর্যের পুকুর, মসজিদ মন্দির, স্কুল, বিনা খরচে স্বাস্থ্য সেবার জন্য রয়েছে কমিউনিটি ক্লিনিক। আত্মকর্মসংস্থানের মাধ্যমে তারা আজকে স্বাবলম্বী হয়ে উঠেছে।
এবার ঈদে সেমাই, চিনির পরিবর্তে ঘর পেয়ে আনন্দে আত্মহারা হয়ে প্রধানমন্ত্রীর জন্য হাত তুলে দোয়া করেন আপনি যতোদিন বেঁচে থাকবেন আমাদের প্রধানমন্ত্রী হয়ে বেঁচে থাকতে পারেন।