ছাত্র-ছাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করার লক্ষ্যে জামালপুরের ইসলামপুরের সূর্যমুখী বিদ্যাপীঠের স্কুল বাস উদ্বোধন করেছেন ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ্জ্ব ফরিদুল হক খান দুলাল এমপি।
শনিবার সকালে সরকারি ইসলামপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপজেলা সহকারী কমিশিনার (ভূমি) আশরাফ আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক সরকার, সূর্যমুখী বিদ্যাপীঠের পরিচালক সহ অনেকেই উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ্জ্ব ফরিদুল হক খান দুলাল এমপি বলেন,আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত; তাই স্মার্ট বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের পাঠদানের পাশা পাশি খেলা ধুলা, কম্পিউটার শিক্ষাসহ বাস্তব মূখী শিক্ষায় শিক্ষিত করতে হবে।