জামালপুরের ইসলামপুরে চার তলা ভিত বিশিষ্ট বানিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের শুভ উদ্বোধন করেছেন ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি।
শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি আশরাফ আলী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রাজ্জাক লাল মিয়া,পাথর্শী ইউপি চেয়ারম্যান ইফতেখার আলম বাবুল, উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।
জানা গেছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তের বাস্তবায়নে স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধানে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী পিইডি-৪ প্রকল্পের আওতায় ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনুস এন্ড ব্রাদ্রাস ১কোটি ৩৫ লাখ ৩৫ হাজার ৮৩৪ টাকা ব্যায়ে ভবনটি নির্মাণ করে।