ইসলামপুরে সীমানা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষ বাক ও শরিরীক প্রতিবন্ধী সহ আহত ৫
মোঃ রফিকুল ইসলাম রঞ্জু, জামালপুর থেকে
-
আপডেট
রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
-
৮৯
দেখেছে
জামালপুর জেলা ইসলামপুর উপজেলা চরগোয়ালিনী ইউনিয়নের লক্ষীপুর গ্রামে দীর্ঘদিন যাবত দুইপক্ষের সীমানা নিয়ে বিরোধের জের ধরে উভয় পক্ষ গত ১৭ ফেব্রুয়ারি সকাল ৯ টার সময় প্রতিবেশী কোরবানের সাথে বাক বির্তকতার এক পর্যায় ব্যাপক সংঘর্ষ বাধে।এতে উভয় পক্ষের ১ জন শারিরীক ও বাক প্রতিবন্ধীসহ ৫ জন আহত হয়েছে।
জানাগেছে গত ১৭ ফেব্রুয়ারি সকাল ৯ টার সময় পাশের বাড়ির সীমানা পিলারটা উঠানোকে কেন্দ্র করে কোরবানের সাথে বাক বির্তকার সৃষ্টি হলে পূর্বপরি কল্পিত কোরবানের লোকজন ধারালো দেশীয় অস্ত্রসস্রে সজ্জিত হয়ে জনাব আলী ডান্ডি পাগল (৬০) সাহাবুদ্দিন (৩২) মোছাঃ ফজিলা খাতুন (৪৮) কে অর্তকিত আক্রমণ চালায়। এতে জনাব আলী ডান্ডী পাগলার একমাত্র ডান হাতটি দায়ের কোপে কেটে রক্তাক্ত জখম হয়।শাহবউদ্দিন মোছাঃ ফজিলা বেগমকে বেদড়ক পেটালে জখম হলে তাদের উদ্ধার করে ইসলামপুর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।পরে মোছাঃ ফজিলা বেগম (৪৮) বাদী হয়ে ইসলামপুর থানায় একটি মামলা করেন।মামলার নং ১৭,তাং ১৭-২-২০২৩।উভয় পক্ষের দুই মামলায় তদন্ত কারী পুলিশ অফিসারকে জিজ্ঞাসা করলে তারা এই প্রতিবেদকে জানান, উভয় পক্ষের মামলা হয়েছে মামলা সঠিক তদন্ত সাক্ষী সাপেক্ষ তদন্ত করে ব্যবস্হা নেওয়া হবে।
সংবাদটি শেয়ার করুন
এই সংক্রান্ত আরও খবর
error: Content is protected !!