জামালপুরের ইসলামপুর উপজেলায় শেখ কামাল আন্তঃস্কুল ও মাদরাসা অ্যাথলেটিকস প্রতিযোগীতা আয়োজন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুঃ তানভীর হাসান রুমান।
এতে উপজেলা ক্রীড়া পরিষদের সদস্য সচিব খলিলুর রহমান,একাডেমী সুপার ভাইজার মামুনুর রশিদ,ওসি তদন্ত আনছার আলী প্রমূখ বক্তব্য রাখেন।
এতে বিভিন্ন ইউনিয়ন পরিষদের জন প্রতিনিধি,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক,শরিরচর্চা শিক্ষকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আগামী ২৬ মার্চ অ্যাথলেটিকস প্রতিযোগীতার দিন নির্ধারণ করা হয়।