জামালপুরের ইসলামপুর ২০২২-২০২৩ অর্থ বছরের প্রথম পর্যায়ে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী (ইজিপিপি’র) কাজ শুরুতেই অনিয়ম কর্ম দিবসে ফাঁকি অভিযোগের মধ্য দিয়ে শুরু করেছে সংশ্লিষ্ট প্রকল্পের দায়িত্ব প্রাপ্তরা।
জানাগেছে, জেলার ইসলামপুর উপজেলার ১২টি ইউনিয়নে ৫৫টি প্রকল্পের মাধ্যমে ২ হাজার ৮ শ ১৪ জন শ্রমিক দিয়ে কাজ করার কথা। দৈনিক মজুরী শ্রমিক প্রতি ৪০০টাকা হারে মুজুরী পাবেন। প্রকল্পে মোট বরাদ্দ ৪কোটি ৫০ লাখ ২৪ হাজার টাকা ও ননওয়েজ কষ্ট প্রায় ২০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ২০২২ সালের নভেম্বর মাসে শ্রমিক নির্বাচন করে শ্রমিকদের জব কার্ড বিতরণ করে ২৬ নভেম্বর সংশ্লিষ্ট এলাকায় সাইনবোর্ড টাঙ্গিয়ে প্রকল্পের কাজ শুরু করার কথা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ইসলামপুর উপজেলার পাথর্শী ইউনিয়নে ৬টি প্রকল্পের মধ্যে কোন প্রকল্পের তালিকাভূক্ত জব কার্ড ধারী শ্রমিক পাওয়া যায়নি। ধর্মকুড়া- গুঠাইল পাকা রাস্তায় পারিবারিক গোরস্থান হতে বড়দেলির পাড় শাহজাহানের বাড়ী পর্যন্ত ২৯নং প্রকল্প রাস্তা মেরামতে ৭৫জন শ্রমিক রাস্তার কাজ করার কথা থাকলেও সেখানে কোন শ্রমিক পাওয়া যায়নি।
এ ব্যাপারে এলাকার কয়েকজন জানান, ১৫-২০ দিন আগে ট্রাকটার গাড়ী দিয়ে এই ভাঙ্গা রাস্তাটুকু কাজ করেছে। অপর দিকে দেলিরপাড় উত্তর খান পাড়া জামে মসজিদ হতে খালেক মাস্টারের বাড়ী পর্যন্ত রাস্তা মেরামত ২৮নং প্রকল্পে গিয়ে দেখা যায়, ৫০ জন শ্রমিক কাজ করার কথা থাকলেও কোন শ্রমিক পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে প্রকল্পের সভাপতি মোছাঃ লতিফা বেগম বলেন যে সামনে ভুট্টাসহ বিভিন্ন ফসল চাষের সময় মাটির অভাবে আমরা আগেই মাটি কেটে রাস্তা নির্মাণ করেছি।