জামালপুরের ইসলামপুর শহর আওয়ামী লীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে বর্ধিত সভায় ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি প্রধান অঅতিথির বক্তব্য রাখেন। তিনি বলেন, তৃণমূল পর্যায়ের সকল নেতৃবৃন্দকে সাংগঠনিক ভাবে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে আবারো বিজয় ছিনিয়ে এনে চলমান উন্নয়নের ধারা অব্যহত রাখতে হবে। সাংগঠনিক অবকাঠামো জোরদার করে জামাত বিএনপি’র নৈরাজ্য রুখতে হবে।
শহর আওয়ামী লীগ সভাপতি নারায়ন কর্মকারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক অধ্যাপক খলিলুর রহমানের সঞ্চালনায় এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এড.আঃ সালাম,সহ সভাপতি অধ্যক্ষ আবু নাসের চৌধুরী চার্লেস, জেলা পরিষদের সদস্য মুজিবুর রহমান শাহজাহান,চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী শাহিন,ভাইস চেয়ারম্যান আঃ খালেক আখন্দ, সাংগঠনিক সম্পাদক সরদার জাকিউল হক, সহ দপ্তর সম্পাদক অংকন কর্মকারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এতে উপজেলা সহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী অংশ নেন।