জামালপুরের ইসলামপুর উপজেলায় যুগান্তর পত্রিকার (২ যুগে যুগান্তর)এর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শনিবার রাতে ইসলামপুর প্রেসক্লাব হলরুমে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। ইসলামপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও যুগান্তর পত্রিকার ইসলামপুর উপজেলা প্রতিনিধি রহিমা সুলতানা মুকুলের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মজিবর রহমান শাহজাহান।
ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইসলামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল খালেক আখন্দ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, ইসলামপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কোরবান আলী, প্রেসক্লাবের সদস্য খাদেমুল হক বাবুল, লিয়াকত হোসেন লায়ন প্রমুখ।