জামালপুরের ইসলামপুর উপজেলায় দৈনিক যায়যায়দিনের ১৮ বছরে পদার্পণ করায় আলোচনা সভা ও কাটার আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় ইসলামপুর প্রেসক্লাব হলরুমে যায়যায়দিনের ইসলামপুর প্রতিনিধি ও ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটনের সভাপতিত্বে। সিনিয়র সাংবাদিক এম শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জামালপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মজিবর রহমান শাহজাহান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইসলামপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড.আব্দুস সালাম,উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যক্ষ জামাল আবু নাসের চৌধুরী চার্লেস,উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ মোর্শেদুর রহমান খান মাসুম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল খালেক আখন্দ,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান,উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, ইসলামপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র অংকন কর্মকার,জেলা পরিষদের সাবেক সদস্য ওয়ারেছ আলী,ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান,সিনিয়র সহ-সভাপতি কোরবান আলী,সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী,সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুল হক প্রমুখ।অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।