জামালপুর ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৮ মে)দুপুরে নির্মাণাধীন মুক্তিযুদ্ধ জাদুঘরের পাশের পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় তারা। পরে তাদের উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্বজনরা। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুর পানিতে ডুবে মৃত ঘোষণা করেন।
মৃতশিশু সীমান্ত (৭) সিরাজাবাদ গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে এবং মিনাল (৮) শুক্কুর আলীর ছেলে বলে জানা গেছে।
পলাবান্দা ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ডিহিদার (কমল) বিষয়টি নিশ্চিত করেছেন।
পানিতে ডুবে একসাথে দুই শিশুর মৃত্যুতে সিরাজাবাদ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।