মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে জামালপুর ইসলামপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্যোগে পুষ্টি বাগান স্থাপনের জন্য চারা বীজসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের সামনে থেকে এ বিতরন কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এ এল এম রেজুয়ান। এ সময় বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার গন সহ কৃষক কৃষানী উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এ এল এম রেজুয়ান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক প্রতি ইঞ্চি জায়গা ব্যবহার করতে অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় ইসলামপুর উপজেলায় ২৬৫ টি পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে কৃষকদের মাঝে বাগান স্থাপনের কলাকৌশলের উপর ব্রিফিং শেষে কৃষকদের মাঝে বীজ সার,পানির ঝাঝরি ও সাইনবোর্ড সহ অন্যান্য উপকরণ বিতরণ করেন। কৃষক যেন নিজের পরিবারের চাহিদা মেটাতে পারে এবং বাড়তি আয় করতে পারে সেই লক্ষ্যে সারা বছর ব্যাপি চাষ উপযোগী বিভিন্ন প্রতি মৌসুমেই বীজ ও সার দেওয়া হবে বলে জানা যায়।