“স্মার্ট বাংলাদেশ প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময় ” এই শ্লোগানে জামালপুরের ইসলামপুর উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে দিবসটি শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বটতলা চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল(এমপি) প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আশরাফ আলী,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ জামাল আব্দুন নাসের চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, উন্নয়ন সংঘের,প্রজেক্ট কো-অর্ডিনেটর বিজন কুমার দেব, পারির প্রকল্প ম্যানেজার,কমল পালসহ আরো অনেকে।