জামালপুরের ইসলামপুরে মেকিং মার্কেটস ওয়ার্ক ফর দি চরস এনডিপি (এমফোরসি) প্রকল্পের আওতায় গর্ভবতী ও প্রসূতি মায়েদের স্বাস্থ্য সেবা চরাঞ্চলে সম্প্রসারণের লক্ষ্যে জামালপুরের পাঁচটি উপজেলা ও কুড়িগ্রামের দুইটি উপজেলার ১৫ জন স্থানীয় স্বাস্থ্য সেবা কর্মীদের নিয়ে অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ইসলামপুর প্রেসক্লাব হলরুমে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইনোভেশন এন্ড নলেজ ম্যানেজমেন্ট এমফোরসি এনডিপি প্রকল্পের কো অডিনেটর সুজায়েত কবির,
বক্তব্য রাখেন, এনডিপি এমফোরসি প্রকল্পের ইন্টারভেনসন স্পেশালিস্ট শামছুল আলম, সুপারভাইজার সিডিআরসি আরডিএ আরিফ রাব্বানী এমফোরসি প্রকল্পের ফিল্ড অফিসার বৃন্দ।