ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থেকে ৫ হাজার ৭ শত পসি’সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প।বুধবার (২০ এপ্রিল) রাত ১০টা ২০মিনিটে মাদক ব্যবসায়ী মোঃ নাঈম মিয়া (১৯) কে আটক করে পুলিশ।
এসময় তার কাছ থেকে ৫ হাজার ৭শ’ পিস ইয়াবা ও ১টি মাহিন্দ্রা মোটরসাইকেল‘সহ উদ্ধার করে জব্দ করা হয়।
বৃহস্পতিবার(২১ এপ্রিল) দুপুরে র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আসামি দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরাচালানের মাধ্যমে ইয়াবা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।