আশুগঞ্জের মেঘনা নদীতে অবিযান পরিচালনা করে ২০ টি ম্যাজিক জাল এবং ২৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে ধ্বংস।আশুগঞ্জ উপজেলা মৎস্য অফিস জানায়,জাটকা নিধন প্রতিরোধে মঙ্গলবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মেঘনা নদীর চরসোনরামপুর থেকে মেঘনা নদীর লালপুর পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।
এসময় ২০টি ম্যাজিক জাল এবং ২৫হাজার মিটার নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল জব্ধ করা হয়।তবে কাউকে আটক করা যায়নি।২০টি ম্যাজিক জাল এবং ২৫হাজার মিটার নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল জব্ধ করে আশুগঞ্জের ফেরীঘাটের মসজিদ সংলগ্ন মেঘনা নদীর তীরে নিয়ে এসে আশুগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো.সায়েদুর রহমান উপস্থিত থেকে জনসম্মুখে আগুন লাগিয়ে পুড়ে ফেলা হয় ।
আশুগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সায়েদুর রহমান বলেন, সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা মেঘনা নদীতে মাছ ধরছে। এমন খবরের ভিত্তিতে আশুগঞ্জের মেঘনা নদীর চরসোনরামপুর থেকে মেঘনা নদীর লালপুর পর্যন্ত অভিযান পরিচালনা করে ২০ টি ম্যাজিক জাল এবং ২৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এর আগে জেলেরা খবর পেয়ে জাল রেখে পালিয়ে যায়। আইন অমান্য করে যারা মাছ ঘরবে তাদের বিরোদ্ধে অভিযান অব্যাহত থাকবে।