ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পবিত্র রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধকল্পে ব্যবসায়ীদের সমন্বয়ে আলোচনা সভ অনুষ্ঠিত হয়েছে সোমবার বেলা ১১ টায় এসময় আশুগঞ্জ উপজেলা নির্বাহীকর্মকর্তা অরবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সি, বিশেষ অতিথি মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, সহকারী কমিশনার ভূমি আশরাফুল হক, আশুগঞ্জ বাজারের বণিক সমিতির সভাপতি গোলাম হোসেন ইপ্টি, প্রেসক্লাবের সভাপতি মোঃ মোজাম্মেল হক প্রমুখ্য।
৩ এ এপ্রিল ২০২২ তারিখের খুচরা দ্রব্যমূল্যের তালিকায় চাল আমন মোটা প্রতি কেজি- ৪৩ থেকে ৪৪ টাকা, চাল আমন মাঝারী- ৪২থেকে ৪৮, চাল আমন পাজাম- ৫৪ থেকে ৭২, চাল বোরো মাঝারী- ৪৬ থেকে ৫২, চাল মিনিকেট- ৬২থেকে ৬৭, আটা-৩৫ থেকে ৪০, দেশী মসির ডাল-১২৫, বিদেশি মসুর ডাক- ১৩০, মুগ ডাল দেশী- ১২৫, মুগ ডাল বিদেশী-১১০,
খেসারীর ডাল- ৭২, চিনি- ৭৮, দেশী মুরগী- ৫৩০ থেকে ৫৫০, ব্রয়লার মুরগী ১৫০, দেশী পিঁয়াজ -২৮থেকে ৩২, বিদেশী পিঁয়াজ ২৫ থেকে ৩৪, দেশী রসুন- ৪০থেকে ৫০, শুকনা মরিচ- কাঁচা মরিচ – ৭০ থেকে ৮০, আলু – ১৪ থেকে ১৬, বেগুন- ৬০ থেকে ৭০, সশা- ৬০, করলা- ৬০, বরবটি- ৬০, টমেটো – ২৫ থেকে ৩০, ঢেড়স- ৬০, খোলা লবণ- ১৭, প্যাকেট লবণ- ৩০ থেজে ৩৫ টাকা।
খোলা সয়াবিন তৈল প্রতি লিটার-১৩৬ টাকা, সয়াবিন বোতল প্রতিকেজি ১৬০।
এসময় বক্তারা বলেন নিত্যপ্রয়োজনীয় খাদ্য শস্য সরকারের দেওয়া তালিকা অনুযায়ী বিক্রি করতে হবে এবং প্রতিটি পণ্যের খুচরা মূল্যের তালিকা প্রতিটি দোকানে রাখতে হবে তাছাড়া যদি কেউ অতিরিক্ত মূল্যে বিক্রি করে তাহলে তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে আইনের আওতায় আনা হবে।