ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১২০০ কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
সোমবার (১১ এপ্রিল) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষি অফিস চত্বরে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় আশুগঞ্জ উপজেলার ১২শ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে ৭ লক্ষ ২২ হাজার ৪শ টাকার বীজ ও সার তুলে দেন। এতে প্রতিজন কৃষককে ৫ কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেয়া হয়।
এ সময় আশুগঞ্জ উপজেলা নির্বাহীকর্মকর্তা অরন্দি বিশ্বাসের সভাপত্বিতে উপস্তিত ছিরেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সি বিশেষ অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ,মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নয়ন কুমার সাহা,আশুগঞ্জ শহর শিল্পও বণিক সমিতির সভাপতি গোলাম হোসেন ইপ্টি প্রমুখ্য।