ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তালশহরে ট্রেনে কাটা পড়ে দুর্জয় দাস নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের রেলপুলিশের এস আই নোমান জানান,শনিবার দিবাগত রাত সাড়ে ১০টায় আশুগঞ্জ উপজেলার তালশহর বাজারের রেলগেইট এলাকায় ট্রেনে কাটা পড়ে একজন মারা গেছে
এই খবর পেয়ে আমরা রবিবার সকালে ঘটনাস্থলে যায়।সেখানে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসাপাতালে পাঠায়।ময়না তদন্ত শেষে লাশ দৃর্জয়ের বাবা হরিধন দাসের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে।
তবে কোন ট্রেনের নিচে কাটা পড়েছে তা জানা যায়নি।এদিকে দুর্জয়ের বাবা হরিধন জানান,আমার ছেলে অটো রিক্সা চালাত।সে শনিবার দিনগত রাত ১০টায় সে রিক্সা বাড়িতে রেখে একটু আড্ডা দিতে তালশহর বাজারে যাচ্ছিল।
কিভাবে গাড়ির নিচে পড়ল তা আমরা বুঝতে পারছি না।সে ছিল আমার একমাত্র কমক্ষম ছেলে।এখন কি করব আমি বুঝতে পারছি না।