জামালপুর জেলার মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের টনকী বাজারে সন্নিকটে অবস্থিত আলেয়া আজম কলেজের নতুন অধ্যক্ষের আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন। নতুন অধ্যক্ষ হিসাবে যোগদান করেন অত্র কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মীর সরোয়ার কবীর রুহেল।
গত ০২ মে মঙ্গলবার বেলা ১১টার দিকে আলেয়া আজম কলেজের নতুন অধ্যক্ষের যোগদান উপলক্ষে অত্র কলেজের অধ্যক্ষের কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অত্র কলেজের গভর্নিং বডির সন্মানিত সভাপতি আলহাজ্ব সোহরাব হোসেন বাবুল। বিভিন্ন ইউনিয়নের সুধিজন, ও অত্র কলেজের সন্মানিত শিক্ষক মন্ডলী ও কর্মচারী বৃন্দ। নতুন অধ্যক্ষকে সকলেই তাকে ফুলের শুভেচ্ছার মাধ্যমে বরণ করেন ও তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।