নওগাঁর আত্রাইয়ে মুজিববর্ষ ও ৪র্থ স্কাউট সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ মার্চ) সকাল সারে ৯টার সময় আহ্সানগঞ্জ হাইস্কুল মাঠ প্রাঙ্গনে মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম এর সভাপতিত্বে জাতীয় পতাকা উত্তোলন করে স্কাউট সমাবেশ শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ ইকতেখারুল ইসলাম। ক্যাম্প চিপ হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও কমিশনার বাংলাদেশ স্কাউট আত্রাই, নওগাঁ, জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব খবিরুল ইসলাম । সমন্বয়কারী (প্রোগ্ৰাম) তারেক মোঃ মাহাবুব-উল আলম লিগার ট্রেনার বাংলাদেশ স্কাউট, রাজশাহী,অঞ্চল। সমন্বয়কারী (ব্যবস্থাপনা ও আয়োজন) মোঃ ছালেক উদ্দিন প্রাং, সম্পাদক বাংলাদেশ স্কাউট, আত্রাই নওগাঁ, এটিকেএম সামসুজ্জামান সেন্টু, সিনিয়র রোভার মেট ও প্রোগ্ৰাম ডাইরেক্টর।
উপজেলার ২৯ টি স্কুলের স্কাউট টিম ক্যাম্পিং যোগদান করে। ২১ মার্চ থেকে ২৩ মার্চ চলবে ক্যাম্পিং।