১৫তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন উপলক্ষে নওগাঁ জেলার আত্রাই উপজেলায় আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ এপ্রিল) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রর কর্মকর্তা জনাব মোঃ পিএম কামরুজ্জামান, কনসালটেন্ট ফিজিওথেরাপি মোঃ আসাদুজ্জামান, থেরাপি সহকারী নুরুন্নাহার ও ইসফাত আরা হোসেন, টেকনিশিয়ান জিয়াউর রহমান ও সোহেল রানা।
অনুষ্ঠান শেষে ৫ জন প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হিয়ারিং এইড প্রদান করা হয়।