১৭ রমজান বদর দিবস উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল ১০ টার সময় উপজেলা সাব রেজিস্ট্রি অফিস জামে মসজিদ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান এর উদ্যোগে ঐতিহাসিক এই বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান করা হয়। এতে সভাপতিত্ব করেন, চেয়ারম্যান মোঃ খবিরুল ইসলাম।
ঐতিহাসিক বদর দিবস অনুষ্ঠানে আরো আলোচক ছিলেন, মাওলানা আসাদুল ইসলাম, মাওলানা শাহে আলম, মাওলানা আব্দুল আলীম, মাওলানা আখতারুজ্জামান।
অনুষ্ঠানে ঐতিহাসিক বদর দিবসে সংঘটিত বদর প্রান্তরে যুদ্ধ ছিল ইসলামের প্রথম জেহাদ। দ্বিতীয় হিজরির ১৭ রজমান বদর প্রান্তরে এ ঐতিহাসিক জেহাদ সংঘটিত হয়ে মুসলমানদের বিজয় রচিত হয়েছিল। বদর যুদ্ধের মধ্যদিয়ে পবিত্র মক্কা বিজয়ের মাধ্যমে ইসলাম তথা মুসলমানদের বিজয়ের ধারা সূচিত হয়। তাই আমরা বদরি সাহাবাদের মত খাঁটি মুসলমান ও ঈমান ওয়ালা হতে পারি, বদরি চেতনায় উজ্বিবিত হয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে বলেন বক্তারা। পরে দেশ বিদেশের সকল মুসলমানদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।