নওগাঁর আত্রাইয়ে পৃথক পৃথক অভিযান চালিয়ে ১জন মাদক কারবারিসহ ১২ জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। শনিবার সকালে তাদের নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।
জুয়া খেলার অপরাধে আটককৃতরা হলেন- উপজেলার মহাদিঘী এলাকার মৃত শামছুল খাঁ ছেলে মামুন খাঁ (৪০), মৃত জবেদ আলী শেখের ছেলে আসলাম শেখ (৪৮), জাহাঙ্গীর আলমের ছেলে শামীম আলী (২০), মফেল মন্ডলের ছেলে সোহাগ হোসেন (৩০), মৃত কফিল সরদারের ছেলে রইচ সরদার (৪৩), মৃত ছইর উদ্দিনের ছেলে আজিজ প্রাং (৫০)।
এছাড়াও ইসলামগাথী এলাকার মৃত ঝড়ু প্রা: ছেলে শ্রী প্রদিপ প্রা: (৪৪), মৃত খেয়ার উদ্দিনের ছেলে জাহিদুল গাজি (৩৮), মৃত বয়ান উদ্দিনের ছেলে আলম হোসেন (২৮), সানোয়ার হোসেনের ছেলে ইয়াকুব আলী (৩৪), শ্রী মনজিলার ছেলে শ্রী মদন (৩৫) ও শ্রী সনাতন (৪৫)। অপরদিকে জাত আমরুল এলাকায় সুইপার কলোনী থেকে শ্রী বিশ্বনাথ বাঁশফোডরের ছেলে শ্রী স্বপন বাঁশফোর (২৮) মাদকসহ গ্রেফতার হয়।
এ বিষয়ে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ দেশ প্রতিদিনকে বলেন, শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার মহাদিঘী ও ইসলামগাথী এলাকায় জুয়াড়িরা মিলে জুয়ার আসর বসিয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক ভাবে অভিযান চালিয়ে ১২ জুয়াড়িকে জুয়া খেলার সরঞ্জামাদিসহ আটক করেন। অপরদিকে জাত আমরুল এলাকায় সুইপার কলোনী থেকে একজনকে মাদকসহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার তাদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।