নওগাঁর আত্রাইয়ে পাঁচুপুর ইউনিয়নের ভুট্টু ( ভুট্টু মাঝি) জমে উঠেছে মাদক কারবার।
বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দিলেও আত্রাইসহ বিভিন্ন এলাকায় প্রকাশ্যে অথবা গোপনে চলছে মাদক ব্যবসা। কোথাও গাঁজা কোথাও ইয়াবা কোথাও আবার ফেনসিডিল। করনাকালিন সময়ে স্কুল কলেজ বন্ধ থাকায় যুব সমাজ মাদকের দিকে ঝুঁকে পড়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ভুট্টু দীর্ঘদিন ধরে নিজ এলাকায় মাদকদ্রব্য গাঁজা বিক্রিসহ ও নিজ বাড়িতে মাদক সেবনের ব্যবস্থা করে থাকে। বিভিন্ন জায়গা থেকে তার কাছে মাদক সেবনের জন্য স্কুল কলেজের ছাত্রসহ উঠতি বয়সের ছেলেরা আসে। তার সাথে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের যোগাযোগ থাকার কারণে ভয়ে কেউ মুখ খুলতে চায় না। ইতোপূর্বে যারা তার বিরুদ্ধে মুখ খুলেছে, তারা মামলা, হামলার শিকারসহ এলাকাছাড়া হয়েছে।
এবিষয়ে ভুট্টুর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, আমি মাদকের সাথে জড়িত কিনা সেটা থানা জানে। আপনি নিউজ করে কিছু করতে পারবেন না।