আগৈলঝড়া উপজেলার অসহায় ভূমিহীন ও গৃহহীন ২২ পরিবার পেলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুজিবশত বর্ষ ও ঈদ উপহার স্বরুপ জমি ও ঘর।
মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় আগৈলঝাড়া সুকান্ত আব্দুল্লাহ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে উপজেলার অসহায় ভূমিহীন ও গৃহহীন ২২ পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুজিবশত বর্ষ ও ঈদুল ফিতরের উপহার স্বরুপ ৩য় ধাপের জমি ও ঘর দলিল পত্র প্রদান করেন অতিরিক্ত জেলা প্রসাশক প্রশান্ত কুমার দাস, এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বাবু সুনীল কুমার বাড়ৈ, বিপ্লবী সাধারন সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রপায়, মোঃ রফিকুল ইসলাম তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মোঃ আইউব আলী মিয়া, উপজেলা ত্রান কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন, রাজিহার ইউপি চেয়ারম্যান মোঃ ইলিয়াছ তালুকদার, গৈলা ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম টিটু প্রমূখ।