বরিশালের আগৈলঝাড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তাকে বরণ ও বিদায়ী নির্বাহী কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল রোববার সকালে শহীদ সুকান্ত আব্দুল্লাহ হলরুমে আগৈলঝাড়া নবাগত নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেনকে বরণ ও বদলি জনিত কারনে বর্তমান নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেমকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
সভায় আরও বক্তব্য রাখেন, আগৈলঝাড়া উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারন সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম তালুকদার, মলিনা রানী রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, উপজেলা সমবায় কর্মকর্তা মো. কামরুজ্জামান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জামাল হোসেন গাজীসহ প্রমুখ।
পরে নবাগত নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন ও বদলি জনিত কারনে মো. আবুল হাশেমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এসময় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।