আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য এক দিন।
মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালে এদিন মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্র কাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সরকারের রাষ্ট্রপতি নিযুক্ত হন।
পরে এই বৈদ্যনাথতলাকেই মুজিবনগর হিসাবে নামকরণ করা হয়। যা বর্তমানে মুজিবনগর উপজেলা হিসেবে স্বীকৃত। মুজিবনগর সরকারের সফল নেতৃত্বে নয় মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়।
বরিশালের আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে রবিবার সকাল সাড়ে দশটায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,
মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতকৃতিতে পুস্প স্তবক অর্পণ, সকল শহীদদের স্মরণে নীরবতা পালনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে অনুষ্ঠিত দিবসের আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক আবু সালেহ মো. লিটন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, আওয়ামী লীগ নেতা এসএম হেমায়েত উদ্দিন, আবুল বাশার হাওলাদার, রফিকুল ইসলাম তালুকদার, মলিনা রানী রায়, যুবলীগ সভাপতি সাইদুল সরদার,
সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, সেচ্ছাসেবকলীগ সভাপতি ফিরোজ সিকদার, শ্রমিকলীগ সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়া, ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির পাইকসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের নেতা-কর্মীরা।