ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসহায় গৃহহীনদের আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলেছে।লাল-সবুজ ঘরে স্থায়ী ঠিকানা’ এই স্বপ্ন বাস্তবায়নের কারিগর আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক এমপি। আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় তার নির্বাচনী এলাকা আখাউড়া উপজেলায় দ্রত এগিয়ে যাচ্ছে ৫১৫টি ঘরের নির্মাণ কাজ।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোঃ শাহগীর আলমের নির্দেশে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তারের তত্ত্বাবধানে ও আখাউড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ আশ্রয় প্রকল্পগুলির নির্মাণ কাজ বাস্তবায়ন করছেন দ্রুত। আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তার জানান, কিছুদিনের মধ্যে আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণ কাজ শেষ হবে। অতিদ্রুত নির্মাণ কাজগুলি শেষ করার জন্য প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্তীকে নির্দেশ দিয়েছি এবং আমি নিজেও প্রতিনিয়ত নির্মাণ কাজ তদারকি করছি।