ব্লাড ক্যান্সার রোগীর জন্য আর্থিক সাহায্যের প্রয়োজন৷ ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধলাবাজারের বাসিন্দা শিল্পী কৈরী’র Bone marrow চিকিৎসা করানোর জন্যে অর্থির সাহায্যের প্রয়োজন।
শিল্পী কৈরী’র শরীরে এখন কোন ব্লাড প্রবেশ করানো যাচ্ছে না, ডাক্তার Bone marrow অপারেশন দ্রুত করতে হবে বলে জানিয়েছেন। এ অপারেশন করতে হলে ৭০/৮০ লাখ টাকা লাগবে বলে জানান ডাক্তার। বাঁচাতে হলে চেন্নাই-এ নিয়ে দ্রুরত চিকিৎসা জরুরী কিন্তু এই মুহূর্তে শিল্পী কৈরী’র পরিবারের চিকিৎসার ব্যায় ভার বহন করা সম্ভব হচ্ছে না। বিদায় সবার সহযোগিতায় সুস্থ হতে পারে শিল্পী কৈরী। যে যেমন পারেন সহযোগিতা করবেন প্লিজ।
আর্থিক প্রদানে-
701-751-9321027
ডাচ বাংলা ব্যাংক
ময়মনসিংহ ছোট বাজার
অথবা, বিকাশ- 01729758202