গত দুদিনে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধপথে ইতালির লাম্পেদুসায় উঠেছেন পাঁচ শতাধিক অভিবাসনপ্রত্যাশী। এদের মধ্যে বিপুলসংখ্যক বাংলাদেশি রয়েছে বলে জানা গেছে। জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা আইওএম গত শুক্রবার এসব তথ্য জানিয়েছে।
আবহাওয়া ভালো থাকায়, শান্ত সাগর পেয়ে লিবিয়া ও তিউনিসিয়া থেকে বহু শ্রমিক এ সময়টিকে ভাগ্যবদলের উপায় হিসেবে বেছে নিচ্ছে।
আইওএম জানায়, গত বৃহস্পতিবার তিউনিসিয়া থেকে ১১৬ জনকে নিয়ে ৯টি নৌকা লাম্পেদুসায় পৌঁছে। পরদিন শুক্রবার তিউনিসিয়া থেকে সাতটি নৌকায় এবং দুটি বড় নৌযানে লিবিয়া থেকে আরো ৪৩৪ জন ইতালি আসে। এদের মধ্যে ৩৬২ জনই বাংলাদেশি। প্রথম ১১৬ জনের ৯৫ জন এবং পরদিনের ৪৩৪ জনের মধ্যে ২৬৭ বাংলাদেশি ছিল।
গতবারের চেয়ে এ বছর সমুদ্র পাড়ি দিয়ে ইতালি যাওয়ার প্রবণতা বেড়েছে বলে বার্তা সংস্থা এএফপিকে জানান আইওএমের মুখপাত্র ফ্লাভিও ডি গিয়াকমো। তিনি বলেন, গত ৪৮ ঘণ্টায় তিউনিসিয়া ও লিবিয়া থেকে মানুষ আসছে। আর তাদের মধ্যে বাংলাদেশিদের উপস্থিতি নতুন নয়।
এ বছর সমুদ্রপথে আট হাজারের মতো মানুষ ইতালি এসেছে, যেখানে গত বছর একই সময়ের মধ্যে তিন হাজার মানুষ ইতালি গিয়েছিল। তবে ২০১৮ সালে ১৭ হাজার মানুষ ইতালি পৌঁছে।