গতকাল ২২/০১/২০২৩ ইং রবিবার বিকেলে, অবসরপ্রাপ্ত কাস্টমস পরিবারের কার্যালয়,৭০/১ এলিফ্যান্ট রোড ঢাকায়, অবসরপ্রাপ্ত কাস্টমস পরিবারের বার্ষিক সাধারন সভা ও পিকনিক-২০২৩,শ্যামলবাংলারিসোর্ট, কেরাণীগন্জ, ঢাকায়,২৮ জানুয়ারী শনিবার অনুষ্ঠিত হওয়ার বিষয়ে শেষ প্রস্তুতি আলোচনা, পরিবারের প্রধান ও এডমিন মনিজুর হাসান আসাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
আলোচনায় অংশ গ্রহন করেন পরিবারের প্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তি যোদ্বা মাহফিজুর রহমান বাবুল, আহ্বায়ক আলহাজ্ব এম আর খান,সি: যুগ্ম আহ্বায়ক আব্দুল হাকিম, আলহাজ্ব আব্দুল আলী, আলহাজ্ব মো: আলী, মাহবুব ও আরো অনেকে।
নেতৃবৃন্দের আলোচনায় বক্তাগন একটি বর্নাঢ্য সাধারন সভা ও পিকনিক অনুষ্ঠিত হওয়ার বিষয়ে প্রস্তুতি গ্রহনে সকলকে সক্রিয় থেকে নিরলস ভাবে কাজ করে যাওয়ার অংগীকার ব্যক্ত করেন।