শিরোনাম
ত্রিশালে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা ত্রিশাল পৌরসভার মেয়র পদে আমিন সরকারের বিজয় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামি সোহেল গ্রেফতার ময়মনসিংহে ২ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার জাককানইবি সাংবাদিক সমিতির সভাপতি ফাহাদ, সম্পাদক আসলাম জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি আজ সন্ধ্যা ৭টায় সিইসির ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আফ্রিকার প্রাণী নীলগাই, জেব্রা ও কমনইল্যান্ড পরিবারে যুক্ত হলো পাঁচ নতুন ত্রিশালের সাখুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিফাত ও সম্পাদক রিজন জয়পুরহাটের কালাইয়ে বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

অবসরপ্রাপ্ত কাষ্টমস পরিবারের মত বিনিময় সভা

রা‌কিবুল হাসান ফরহাদ
  • আপডেট শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ২৭৫ দেখেছে

শনিবার সকাল ১১ টায় ২নং ধানমন্ডি, ঢাকায়, ষ্টার হোটেল এন্ড রেস্টুরেন্টে“বাংলাদেশ অবসরপ্রাপ্ত কাস্টমস পরিবার” এর এক মতবিনিময় সভা এম আর খান (এ সি, অব:)এর সভাপতিত্বে ও মহিউদ্দীন খান(এ সি অব:) এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জনাব আজহারুল ইসলাম আর ও। অনুষ্ঠান টি অবসর প্রাপ্ত কাস্টমস পরিবারের সদস্য/ সদস্যাগনের উপস্হিতি তে এক মিলন মেলায় পরিনত হয়। স্বাগত বক্তব্যে অবসর প্রাপ্ত কাস্টমস পরিবার প্রধান ও প্রধান এডমিন জনাব এ এফ এম মনজুর হাসান আসাদ,”অবসরপ্রাপ্ত কাস্টমস পরিবার গঠনের কারন,ভবিষ্যত পরিকল্পনা ও আগামী সাধারন সভার মাধ্যমে পূর্নাঙ্গ কমিটি গঠনের বিষয়ে দিক নির্দেশনা দেন।” অবসরপ্রাপ্ত কাস্টমস পরিবারে র প্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্বা মাহফিজুর রহমান বাবুল “অবসরপ্রাপ্ত কাস্টমস পরিবার গঠনে,প্রধান এডমিন মনজুর হাসাদ আসাদ কে ধন্যবাদ জানান এবং উপস্হিত সকলকে কাস্টমস পরিবারের এক ছাতার নীচে একত্র হওয়ার জন্য অভিনন্দন জানান।এবং প্রধান এডমিন মহোদয়ের প্রস্তাবনার প্রতি সম্মান প্রদর্শন করে, ৭০/১ এলিফ্যান্ট রোডের অবসরপ্রাপ্ত কাস্টমস পরিবারের অস্হায়ী কার্যালয়(পূর্বে প্রদত্ত)টি স্হায়ী করনের ঘোষনা দেন।” অন্যান্য নেতৃবৃন্দের মাঝে বক্তব্য রাখেন, সদস্য সচিব জনাব শফিউল আলম এসি(অব:),এনায়েত হোসেন এ সি ( অব:), গোলাম রসুল এসি(অব:)ও যুগ্ম আহ্বায়ক,আব্দুল হাকিম এ সি(অব:)ও যুগ্ম আহ্বায়ক,আবদুল্লাহ আলমামুনএসি(অব:), আব্দুস সালাম এসি(অব:), আনিসুর রহমান, যুগ্ম আহ্বায়ক ,মো: আব্বাস উদ্দীন খান , নির্বাহী সদস্য,আর ও (অব:),মাহবুব রহমান আর ও ( অব:) নির্বাহী সদস্য,মাহবুব রহমান অফিস সুপার,মসিউর রহমান অফিস সুপার( অব:), রানা হালদার এস আই( অব:),ইসমাইল হুসেনড্রাইভার(অব:) প্রমূখ।আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বর্তমান বাকাএভ এর সভাপতি জ্বনাব লুৎফুল আযম, মহাসচিব জ্বনাব মজিবুর রহমান, ঢাকাএভ এর সভাপতি জ্বনাব মাজহারুল ইসলাম, সাধারন সম্পাদক জ্বনাব মাহবুবুল ইসলাম প্রিন্স, ঢাকাএভ নেতা জ্বনাব ফজলুল হক প্রমূখ। সভা শেষে উপস্হিত সকলেই মধ্যাহ্ন ভোজে অংশ গ্রহন করেন।মধ্যাহ্ন ভোজ শেষে অবসরপ্রাপ্ত কাস্টমস পরিবারের প্রয়াতদের স্বরণে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মো: আব্দুল আলী এসি (অব:)।

সংবাদটি শেয়ার করুন

এই সংক্রান্ত আরও খবর

ফেইসবুক পেজ

error: Content is protected !!