শিরোনাম
ত্রিশালে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা ত্রিশাল পৌরসভার মেয়র পদে আমিন সরকারের বিজয় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামি সোহেল গ্রেফতার ময়মনসিংহে ২ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার জাককানইবি সাংবাদিক সমিতির সভাপতি ফাহাদ, সম্পাদক আসলাম জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি আজ সন্ধ্যা ৭টায় সিইসির ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আফ্রিকার প্রাণী নীলগাই, জেব্রা ও কমনইল্যান্ড পরিবারে যুক্ত হলো পাঁচ নতুন ত্রিশালের সাখুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিফাত ও সম্পাদক রিজন জয়পুরহাটের কালাইয়ে বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

৩ হাজার মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ হচ্ছে

  • আপডেট শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ২৬১ দেখেছে
মেডিকেল টেকনোলজিস্ট

মহামারি করোনাভাইরাস সঙ্কট মোকাবেলায় সারাদেশে তিন হাজার মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের প্রস্তাব অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৪ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রস্তাব অনুমোদন করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

এই অনুমোদনের ফলে বিভিন্ন হাসপাতালে ১২০০টি মেডিকেল টেকনোলজিস্ট (১২তম গ্রেড), মেডিকেল টেকনিশিয়ানের ১৬৫০টি (১৬তম গ্রেড) এবং কার্ডিওগ্রাফারের ১৫০টি (১৬তম গ্রেড) পদে নিয়োগ হবে।

ইতোমধ্যে বিভিন্ন হাসপাতালে ১৮৩ জন মেডিকেল টেকনোলিস্টকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়েছে। হাসপাতালগুলোয় কর্মরত এসব মেডিকেল টেকনোলজিস্টকে সৃষ্ট নতুন পদে নিয়মিত নিয়োগ দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

কোভিড-১৯ মহামারী শুরুর পর দেশের বিভিন্ন গবেষণাগারে নমুনা পরীক্ষার পরিমাণ বেড়ে যায়। বর্তমানে দেশের ৫২টি গবেষণাগারে নমুনা পরীক্ষা করা হচ্ছে।

কিন্তু লোকবলের কারণে নমুনা সংগ্রহ ও পরীক্ষা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এজন্য মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের দাবি জানিয়ে আসছিলেন স্বাস্থ্যখাত সংশ্লিষ্টরা।

সম্প্রতি দুই হাজার চিকিৎসক, পাঁচ হাজার ৫৪ জন নার্স নিয়োগের পাশাপাশি তিন হাজার মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগকে দেশের স্বাস্থ্যখাতের জন্য অনেক বড় অর্জন বলে মনে করেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৪ মে ভিডিও কনফারেন্সে তিন হাজার মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের ঘোষণা দেন।

রোগীদের চিকিৎসায় যেন সবাই আন্তরিকতা নিয়ে এগিয়ে আসেন তার ব্যবস্থা নেন প্রধানমন্ত্রী। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীসহ করোনা পরিস্থিতি মোকাবিলায় সম্মুখ সারির যোদ্ধাদের জন্য পাঁচ থেকে ১০ লাখ টাকার স্বাস্থ্যবিমা এবং এর পাঁচ গুণ জীবনবিমা ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

এছাড়া পিপিই, মাস্কসহ স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম নিশ্চিত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারাদেশে এখন অন্তত ৫২টি স্থানে করোনা ভাইরাস পরীক্ষা করা হচ্ছে। পরীক্ষা কেন্দ্র আরও বাড়ানো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এই সংক্রান্ত আরও খবর

ফেইসবুক পেজ

error: Content is protected !!