গ্রামাঞ্চলের অসহায়—দরিদ্র মানুষেকে স্বল্পমূল্যে চিকিৎসা সেবা নিশ্চিতের অঙ্গিকার নিয়ে লক্ষ্মীপুরে যাত্রা শুরু করলো সোপিরেট হাসপাতাল।
এ উপলক্ষ্যে সোমবার (১৩ জুন) দুপুরে লক্ষ্মীপুর জেলা শহর আবিরনগর নুড়িগাছতলা এলাকায় নামফলক উম্মোচনের মাধ্যমে প্রধান অতিথি হিসাবে হাসপাতালটির শুভ উদ্বোধন ঘোষণা করেন পল্লী কর্ম—সহায়ক ফাউন্ডেশন ( পিকেএসএফ)’র ব্যবস্থাপনা পরিচলক ও সাবেক সচিব ড. নমিতা হালদার এনডিসি।
এর আগে বেলা ১২টার দিকে উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এনজিও সংস্থা ‘সোসাইটি ফর প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন রিসার্চ ইভালুয়েশন এন্ড ট্রেনিং’ (সোপিরেট) এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অধ্যাপক ড. এম মোসলেহ্ উদ্দীন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ, পিকেএসএফ এর উপ ব্যবস্থাপনা পরিচালক ড. তাপস কুমার বিশ্বাস, উপ—ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির, লক্ষ্মীপুর সোপিরেটের সহকারী কো—অর্ডিনেটর মো. শরীফ হোসেন। অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন টুমচর আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হারুন আল মাদানী। এ সময় সোপিরেটের কর্মকর্তা—কর্মচারীসহ ওই এলাকার অসংখ্য নারী—পুরুষ উপস্থিত ছিলেন।
এদিকে উদ্বোধন উপলক্ষে এলাকার অসহায় দরিদ্র মা ও শিশুদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন হাসপাতাল কর্তৃপক্ষ।