বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ব্যারিষ্টার শেখ ফজলে নাঈমের জন্মদিন নানান আয়োজনের মাধ্যমে পালন করলেন ময়মনসিংহ জেলা যুবলীগের উদীয়মান পরিশ্রমি নেতা বঙ্গবন্ধু আদর্শের সৈনিক মনির উদ্দিন ফকির।
এ লক্ষ্যে শনিবার (৭ আগষ্ট) দুপুর ১২টায় ময়মনসিংহ রেলওয়ে চত্ত্বরে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে মাস্ক ও খাবার বিতরন করা হয়। যোহর নামাজ বাদ নগরীর দীঘারকান্দা আল-মানার এতিমখানা মাদ্রাসার ছাত্রদের মাঝে খাবার বিতরন করেন।
এ বিষয়ে তাঁর সাথে কথা বললে তিনি জানান,
শোকের মাসে বঙ্গবন্ধুর রক্তের বন্ধনের আরেক উজ্জল নক্ষত্র বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈমের জন্মদিনে তাঁর সূস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে
এতিম অসহায় মানুষের জন্য কিছু খাবার বিতরণ করেছি। যতদিন বুকে মুজিব আদর্শ নিয়ে বেঁচে থাকবো ততদিন এই দিবসটি পালন করবো ইনশাল্লাহ।