ময়মনসিংহের ত্রিশালে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ নভেম্বর) বিকেলে ত্রিশালের রাহেলা হযরত মডেল স্কুলে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ত্রিশাল উপজেলা কমিটির আয়োজনে মওলানা ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ত্রিশাল উপজেলা কমিটির সভাপতি ও জাতীয় কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য কৃষিবিদ নিতাই চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল সরকারি নজরুল কলেজের সাবেক অধ্যাপক সাব্বির রেজা।
রাহেলা হযরত মডেল স্কুলের সভাপতি আব্দুল আউয়ালের তত্ত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ত্রিশাল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ত্রিশাল উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড রাধা রমণ মোদক, ডিবিসি ক্রাইম বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক জাহাঙ্গীর আলম তপু প্রমুখ।
দোয়া মাহফিল অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন রাহেলা হযরত মডেল স্কুলের সহকারি শিক্ষক মাওলানা আব্দুল আওয়াল।
সঞ্চালণা করেন রাহেলা হযরত মডেল স্কুলের সহকারি শিক্ষক (ইংরেজি) নাসরিন আরা পারভীন।