ময়মনসিংহের ত্রিশালে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মাকসুদ খানের উদ্যোগে ধানীখোলা ইউনিয়নে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
রবিবার (৯ মে) করোনা কালীন সময়ে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অসহায় ও অতি দরিদ্র ২শত জনকে শাড়ী, লুঙ্গী ও জামা-কাপড় এবং ২ কেজি আতব চাল, ২কেজি সাদা চিনি ও সেমাই বিতরণ করেন মযমনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও ত্রিশালে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মাকসুদ খান।
ঈদ উপহার বিতরণ কালে আরও উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ইব্রাহীম খলিল শান্ত, যুগ্ম আহবায়ক মোস্তফা শরিফুল আলম মুক্তা সরকার, ত্রিশাল রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক একেএম সাদিকুর রহমান কিরণ আকন্দ, সাবেক ছাত্রলীগ নেতা এনায়েত হোসেন খান রোজেন, ইউনিয়ন যুবলীগ নেতা লেয়াকত আলী, ছাত্রলীগ নেতা শরিফ মাহমুদ, আরাফাত রায়হান রিমুল, ত্রিশাল উপজেলা আওয়ামী নবীন লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার আরিফ প্রমুখ।
আব্দুল্লাহ আল মাকসুদ খান বলেন, বাংলাদেম আওয়ামী লীগের সভানেত্রী, বঙ্গবন্ধু কন্যা ও বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা কালীন সময়ে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অসহায় ও অতি দরিদ্র মানুষের পাশে দাড়ানো।