জানাযায়, সোমবার (৩১ আগস্ট) সকালে শরিফ মিয়ার স্ত্রী সেলিনা আক্তারের মরদেহ বাড়ি থেকে ৩০০গজ দুরে গলা ও বাম হাত কাঁটা অবস্থায়া এলাকার লোকজন তার লাশ দেখতে পায়।
ত্রিশাল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র রায় জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তাকে অপহরণের পর খুন করা হয়েছে। ঐ মহিলার স্বামী শরিফ মিয়াকেও কুপিয়েছে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় এলাবাসী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। মহিলাটির বা হাত কেঁটে এবং জবাই করে তাকে হত্যা করা হয়।