শিরোনাম

“তুমি আসবে বলে”

  • আপডেট সোমবার, ১৮ মে, ২০২০
  • ২১৪ দেখেছে

প্রতিটি মূহুর্ত,
একাকী নিঃসঙ্গ, ক্লান্ত।
অপেক্ষার প্রহর,
নিস্তব্ধ নিরব কষ্টের।
আছ অনুভবে কল্পনায়,
সর্বদা ভীরু অনিশ্চয়তায়।
তবুও স্বপ্ন মধুময়,
বাস্তবে হোক না,যা হয়।
জীবনের সব অপূর্ণতায়,
ভরিয়ে দাও পূর্ণতায়।
বর্ষায় বসন্ত হয়ে,
ফুলে ফুলে দাও সাজিয়ে।
তুমি আসবে বলে,
আছি প্রতীক্ষায় প্রদীপ জ্বেলে।


লেখক :- কবি সাদিয়া সুলতানা নীলু

সংবাদটি শেয়ার করুন

এই সংক্রান্ত আরও খবর

ফেইসবুক পেজ

error: Content is protected !!