জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সকল বিভাগেন স্থগিত হওয়া পরীক্ষা নেওয়ার দাবিতে সাধারণ শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জয় বাংলা ভাস্কর্যের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘কিছু সংখ্যক শিক্ষক তাদের নিজস্ব স্বার্থের জন্য পরীক্ষা না হওয়ার বিপক্ষে অবস্থান নিচ্ছেন।’ ‘শিক্ষামন্ত্রীর সিদ্ধান্ত পুরোপুরি অযৌক্তিক। আমরা প্রশাসনকে ২৪ ঘন্টা সময় দিলাম, এর মধ্যে ইতিবাচক সিদ্ধান্ত না আসলে বৃহৎ কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবো।’ আমরা হল খুলতে বলছি না।
পরীক্ষা দেয়ার জন্য যেকোনো শর্ত মানতে রাজি আমরা। করোনার দোহাই দিয়ে যদি শিক্ষক সমিতি, কর্মচারী পরিষদের নির্বাচন আটকে না থাকে তাহলে পরীক্ষা আটকে থাকবে কোন যুক্তিতে!’ বলেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা আরো বলেন, ‘শিক্ষকদের নির্বাচন হয়, পিকনিকও হয়। হয়না শুধু পরীক্ষা। আমাদের সাথে এ প্রহসন মেনে নেয়া যায় না।’ শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।