বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:২৭ পূর্বাহ্ন

ভূঞাপুরে প্রধানমন্ত্রীর উপহার পেল ১৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবার

আমিনুল ইসলাম, ভূঞাপুর (টাঙ্গাইল) থেকে
  • আপডেট মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ১৫৪ দেখেছে

মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে টাঙ্গাইলের ভূঞাপুরে জমির দলিল সহ ঘর পেলো ১৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবার।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে আশ্রয়ন প্রকল্পের ৩য় পর্যায়ের ঈদ উপহার হিসেবে সারাদেশে ৩২ হাজার ৯০৪টি ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে উপজেলায় ১৫ টি গৃহহীন পরিবারের মাঝে দুই শতাংশ জমিসহ দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়। এছাড়াও ১৭০টি পরিবারের মাঝে ৩০ কেজি চাল ও ১২ টি সেলাইমেশিন বিতরণ করা হয়। এখন পর্যন্ত উপজেলায় ১৭০ টি পরিবারকে জমি ও ঘর প্রদান করা হয়েছে। এর আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালী ঘরের চাবিসহ জমির দলিল প্রদানের উদ্বোধন করেন।

পরে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ইশরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছোট মনির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছাঃ নার্গিস বেগম, সহকারী কমিশনার (ভূমি) শেখ আলাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হুমায়ন কবীর, প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক, ইউপি চেয়ায়ম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু, মোঃ দুলাল হোসেন চকদার, মোঃ দিদারুল আলম খান মাহবুব, শাহ আলম আকন্দ শাপলা, মোঃ রফিকুল ইসলাম রফিক প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই সংক্রান্ত আরও খবর

ফেইসবুক পেজ

© এই ওয়েবসাইটের  লেখা, ছবি ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি © Developing By :  ESAITBD Software Lab
ESAITBD Sof-Lab UAE/BD