বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৫:৩৮ পূর্বাহ্ন

পঞ্চগড়ে মিষ্টি দোকানে অভিযান, ৭ হাজার টাকা জরিমানা

একেএম বজলুর রহমান, পঞ্চগড় থে‌কে
  • আপডেট শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ১৪৮ দেখেছে

পঞ্চগড়ে বাজার তদারকি অভিযান পরিচালনা করে দইয়ের খুটির মধ্যে লেবেল না থাকায় ও মিষ্টি খোলা রাখার দায়ে ২ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পঞ্চগড় জেলা কার্যালয় ।

শনিবার (২৩ এপ্রিল) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার পঞ্চগড় জেলা শহরের বাজারে অভিযান পরিচালনা করে তিশা সুইটস ও পাবনা সুইটসকে এ জরিমান করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।

পরেশ চন্দ্র বর্মন বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের ক্ষমতাবলে ও পঞ্চগড় জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় সদর উপজেলার পঞ্চগড় বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘন জনিত কারণে দইয়ে লেবেল না থাকায় ও মিষ্টি খোলা রাখার দায়ে তিশা সুইটসকে ৪ হাজার ও একই অপরাধে পাবনা সুইটসকে ৩ হাজারসহ দুই প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়াও ফলের দোকান, ভোজ্য তেলের দোকান, মাংস, মুরগির দোকান এবং কাচাবাজারসহ অন্যান্য পণ্য ন্যায্য মূল্যে বিক্রি সহ ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা প্রদান করা হয় এবং সতর্ক করা হয়। নির্দেশনা অমান্য করলে তাদের কেও পরবর্তীতে জরিমানা আদায় করা হবে বলে জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

এই সংক্রান্ত আরও খবর

ফেইসবুক পেজ

© এই ওয়েবসাইটের  লেখা, ছবি ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি © Developing By :  ESAITBD Software Lab
ESAITBD Sof-Lab UAE/BD