২০ এপ্রিল বুধবার খুলনায় জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার বিভাগীয় অফিস কার্যালয়ে জাতীয় দৈনিক ভোরের চেতনার সকল সাংবাদিক এর পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার সম্পাদক ও প্রকাশক জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম , বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার সহকারী সম্পাদক মোঃ আফজাল হোসেন।
প্রধান অতিথি মোহাম্মদ শফিকুর ইসলাম তার বক্তব্যে পত্রিকার উন্নয়নসহ কি ভাবে সকলের কাজের গতি ও সংবাদ সংগ্রহ করতে হবে সে বিষয়ের উপর দিক নির্দেশনা প্রদান করেন , তিনি বলেন সংবাদ সংগ্রহের কাজে কেউ কোন প্রকার অসৎ পথ অবলম্বন করবেন না, বস্তুনিষ্ঠ সংবাদ দেশে ও জাতির কল্যাণের জন্য জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার মাধ্যমে সঠিক সংবাদ প্রশাসনের সামনে তুলে ধরবেন, যাহাতে সরকার ও প্রশাসন সঠিক সময়ে কার্যকারী ব্যবস্থা গ্রহণ করতে পারেন।
এসময় উপস্থিত ছিলেন ক্রাইম রিপোর্টার মোঃ তানভীর তপন , বাগেরহাট জেলা প্রতিনিধি মোঃ মিরাজুল ইসলাম , খুলনার বিশেষ প্রতিনিধি মোঃ শামীম আহম্মেদ, বিশেষ প্রতিনিধি মোঃ মামুন হাচান , খুলনার সদর থানা প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান, রুপসা থানা প্রতিনিধি দীপু হোসেন, ক্রাইম রিপোর্টার তানজিলা পারভীন, ভ্রাম্যমান প্রতিনিধি কামাল হোসেন, ক্রাইম রিপোর্টার তরিকুল ইসলাম, এছাড়া বিভিন্ন পত্রিকা ও ইলেকট্রনিকস মিডিয়ার গণমাধ্যম কর্মীসহ এলাকার গন্যমান্য ব্যক্তি ও বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন