রংপুরের কাউনিয়ায় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, মোবাইল সেট ও এক্সেসরিজ ব্যবসায়ীদের নিয়ে কাউনিয়া টেলিকম ব্যবসায়ী অ্যাসোসিয়েশন গঠন হয়েছে।
শুক্রবার নতুন কমিটি গঠনের পাশাপাশি উপজেলার তকিপল বাজারস্থ মাসুদ সুপার মার্কেট দ্বিতীয় তলায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার সিদ্ধান্ত মোতাবেক মেধা টেলিকম স্বত্বাধিকারী মাসুদ আলমকে সভাপতি জসীম টেলিকম স্বত্বাধিকারী জসীম উদ্দিনকে সাধারণ সম্পাদক এবং হৃদয় টেলিকম স্বত্বাধিকারী পরিতোষ চন্দ্র বর্মন মানিক সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে আগামী একবছরের জন্য ২৬ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন- উপদেষ্ঠা মন্ডলীর সদস্য শামীম কায়সার (শামীম টেলিকম) নুরুজ্জামান মিয়া ও আব্দুল খালেক সহ-সভাপতি আব্দুর রাজ্জাক সরকার (স্বাধীন টেলিকম) ও ইসমাইল হোসেন হৃদয় (মদিনা টেলিকম) সহ-সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন (সালমা মোবাইল) সহ-সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম (আরিফ টেলিকম) কোষাধ্যক্ষ নুর ইসলাম (ব্রাদার্স টেলিকম) দপ্তর সম্পাদক আমজাদ হোসেন (আমজাদ কম্পিউটাস্) ক্রীড়া সম্পাদক রায়হান (মা টেলিকম) প্রচার সম্পাদক আফজাল হোসেন (আশা টেলিকম) ও আকাশ (স্বপ্ন টেলিকম) ধর্ম বিষয়ক সম্পাদক জোবাইদুল ইসলাম (জোবাইদুল টেলিকম)। কার্যকরী সদস্য হলেন- একেএম ফেরদৌস (সাইফ টেলিকম) সাইফুল ইসলাম (সাইফুল টেলিকম) সাইদুল ইসলাম (সাইদুল টেলিকম) সুভাষ চন্দ্র বর্মন (মাধুরী টেলিকম) শুক্কুর আলী সুমন (নুর টেলিকম) আমিনুল ইসলাম (আমিনুল মাল্টিমিডিয়া) আব্দুল হাকিম (সিফাত টেলিকম) শহিদুল ইসলাম (কাউনিয়া ফার্মেসী) সোহেল রানা (রিয়া টেলিকম) ও সোহেল (সাদিয়া টেলিকম)।