সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় স্বাধীনতার সুবর্ণজয়ন্ত্রী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
শনিবার বিকেলে মধ্যনগর উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আওয়ামী যুবলীগের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, মধ্যনগর উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকারের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি, মধ্যনগর থানার ওসি জাহিদুুুল হক, উপজেলা বাস্ততায়ন পরিষদের সভাপতি এড.আব্দুল মজিদ তালুকদার, সাবেক আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক মোবারক হোসেন তালুকদার, কুতুব উদ্দিন তালুকদার, বাজার বণিক সমিতির সভাপতি অমরেশ রায় চৌধুরী, আওয়ামীলীগ নেতা এহসানুল হক, প্রবির বিজয় তালুকদার, সাইদুর রহমান, সাবেক কৃষক লীগের সভাপতি নেহার উদ্দিন, জহিরুল ইসলাম, আব্দুল শহীদ আজাদ, মৎস্যজীবীলীগের সভাপতি রহুল আমিন খান, যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ওবায়দুর ইমলাম খান রনি ,উপজেলা মহিলালীগের সভাপতি শান্তা চৌধুরী প্রমুখ। প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মজিবুর রহমান, যার জম্ম না হলে এই দেশে মুক্তিযোদ্ধা হত না, যার জম্ম না হলে আমাদের স্বাধীন বাংলাদেশের জম্ম হত না, সেই মহান নায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরন করছি, বাঙ্গালী জাতির সর্বশ্রেষ্ট অর্জন মহান স্বাধীনতা এ জাতির জাতিসত্তা রক্ষা, আর্থ সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অস্তিত্ব রক্ষাতে এ দেশের আপাময় জনসাধারণ ১৯৭১ সালে অগ্নিঝরা মার্চে মহান মুক্তিযুদ্ধ শুরু করে। ত্রিশ লাখ শহীদের রক্ত, দু লক্ষ নারীর আত্নত্যাগের বিনিময়ে আমাদের স্বাধীনতা। স্বাধীনতার ৫০ বছর উদযাপন করা হয়েছে, মহান স্বাধীনতা ও জাতিয় দিবসে সকলকে শুভেচ্ছা।